বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, কনস্টেবলের গুলিতে ওসি আহত

সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটে এক কনস্টেবলের শটগানের গুলিতে ওসি আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় কনস্টেবল শটগান দিয়ে গুলি ছোড়েন। 

গুলিতে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা আহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গুলিতে ওসি শামসুদ্দোহা হাতে হালকা আঘাত পেয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।'

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers, politicos involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago