বুধবার ৩ প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

আরও দুটি প্রকল্পের উদ্বোধন হবে। এগুলো হলো—খুলনা–মোংলা রেললাইন ও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউনিট-২।

বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত একটি আন্তঃসীমান্ত ডুয়েলগেজ রেলপ্রকল্প উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে যৌথভাবে প্রকল্পটি উদ্বোধন ঘোষণা করবেন তারা। পাশাপাশি আরও দুটি প্রকল্পের উদ্বোধন হবে। এগুলো হলো—খুলনা–মোংলা রেললাইন ও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউনিট-২।

প্রকল্প কর্মকর্তাদের মতে, ২০১৮ সালের জুলাই মাসে ভারতীয় ঠিকাদার টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের কাজ শুরু করে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ রেলপথটিতে বাংলাদেশের অংশ ৬ দশমিক ৭৮ কিলোমিটার।

এদিকে, খুলনা-মোংলা রেল প্রকল্পটি ২০১০ সালের ২১ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের নভেম্বরে। প্রাথমিকভাবে, ২০২০ সালের মে মাসের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। তবে এ প্রকল্পের সময় ও ব্যয় দুটোই বেড়েছে। ৪ হাজার ২৬০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯০ কিলোমিটার রেললাইনের নির্মাণ কাজ শেষ হয়েছে।

Comments