জাতীয় পার্টির এমপিদের প্রশংসায় ভাসলেন স্পিকার

‘সংসদে অনেকের বিরুদ্ধে সমালোচনা করেছি এবং কঠোরভাবে সমালোচনা করেছি। আপনি সেসব শুনেছেন। কখনো উগ্র ভষায় জবাব দেননি। আপনি আমাদের প্রতি অত্যন্ত স্নেহাশীল ছিলেন।’
স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত

বিরোধী জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য আজ বৃহস্পতিবার চলতি একাদশ সংসদের শেষ কার্যদিবসে সংসদ পরিচালনায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী শিরীন শারমিনকে বাংলাদেশের এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ স্পিকার হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, স্পিকার শিরীন শারমিনের হাসি দেখলে মন ভালো হয়ে যায়। 

তিনি বলেন, 'আপনার হাসি খুব সুন্দর। আপনাকে যখন দেখতে যাই, আপনার হাসি দেখতে মন ভালো হয় যায়।'

তিনি আরও বলেন, 'তিনজনের হাসির কথা বলা হয়। মাধুরী দীক্ষিত, রেনুকা সাহানে এবং জুলিয়া রবার্ট। তারা যদি জজের সামনে হাসি দেন, তাহলে জজও তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারবেন না। চতুর্থ হিসেবে আপনি এখানে থাকবেন।'

শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'আপনি অত্যন্ত ফেয়ারলি সংসদ চালিয়েছেন। বিরোধী দলের অনেকে অনেক কিছু বলেছে। আপনি এমনভাবে চালিয়েছেন যে সংসদ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারো নেই বা সেই সুযোগও নেই।'

'যখন বিএনপির বন্ধুদের সঙ্গে বসি তারাও কখনো আপনার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেনি। আপনি সেভাবে তাদের সময় দিছেন। আমাদের সময় দিয়েছেন', তিনি বলেন।

শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, 'সংসদে অনেকের বিরুদ্ধে সমালোচনা করেছি এবং কঠোরভাবে সমালোচনা করেছি। আপনি সেসব শুনেছেন। কখনো উগ্র ভষায় জবাব দেননি। আপনি আমাদের প্রতি অত্যন্ত স্নেহাশীল ছিলেন।'

এ ছাড়া, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু,কাজী ফিরোজ রাশিদ, পীর ফজলুর রহমান, হাফিজউদ্দিন আহমেদও বিভিন্ন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকারের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন।

Comments