শ্রমিক বিক্ষোভ: গাজীপুরে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া
মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে গাজীপুরের শ্রীপুরে আজ শনিবার পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
শ্রমিকেরা বলছেন, এ ঘটনায় বিক্ষোভকারীদের মধ্যে নয় জনকে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন, গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্সি আসাদুজ্জামান ও ইন্সপেক্টর আব্দুল নুর। আহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল হক দ্য ডেইলি স্টারকে দুই পুলিশ সদস্যের আহতের খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ শনিবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের বাঘের বাজার নুরজাহান হোটেলের সামনে তুলা উন্নয়ন বোর্ডের পশ্চিম পাশে এস এম পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম দ্য ডেইলি স্টারকে জানান, শ্রমিক বিক্ষোভ এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
Comments