৭ দিন পর কাজে ফিরেছেন শ্রমিকরা, শান্ত শিল্পাঞ্চল আশুলিয়া
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা সাত দিন বিক্ষোভের পরে কাজে ফিরেছেন শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিকরা।
আজ রোববার সকালে আশুলিয়ার কাঠগড়া, বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুরসহ আশেপাশের এলাকার পোশাক কারখানাগুলোতে ছিল কর্মচাঞ্চল্য।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল থেকে সাভার-আশুলিয়ায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগদান করেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা-বিক্ষোভ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'
পরিস্থিতি শান্ত থাকলেও আশুলিয়ার বেশ কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে।
Comments