বাংলাদেশে বিপুলসংখ্যক গ্রেপ্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন: জাতিসংঘ

‘আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’
স্টিফেন ডুজারিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান।

সুষ্ঠু নির্বাচনের দাবি করলেও গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে প্রক প্রশ্নের জবাবে ডুজারিক এমন মন্তব্য করেন।

তিনি বলেন, 'কেন অংশ নেয়নি তা বলছে পারব না, এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। একটি দল কেন সংলাপে যায়নি, তা নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আমি যেটা বলতে পারি, আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।'

নির্বাচন কমিশন গত ৪ নভেম্বর দেশের সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে দুই সেশনে সংলাপের আয়োজন করে। তবে বিএনপিসহ আমন্ত্রিত দলগুলোর প্রায় এক-তৃতীয়াংশই সংলাপে অংশ নেয়নি।

Comments

The Daily Star  | English

Post-August 5 politics: BNP, Jamaat drifting apart

The taunts and barbs leave little room for doubt that the 33-year-old ties have soured. Since the fall of Sheikh Hasina’s government on August 5, BNP and Jamaat-e-Islami leaders have differed in private and in public on various issues, including reforms and election timeframe.

10h ago