যাত্রীশূন্য গাবতলী-সায়েদাবাদ, ছাড়ছে না দূরপাল্লার বাস
সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার ভোর ৬টা থেকে।
অবরোধের প্রথমদিন সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি।
গাবতলীতে একাধিক বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, বাস ছাড়ার ব্যাপারে সমস্ত প্রস্তুতি থাকলেও মূলত যাত্রী না থাকার বাস ছাড়া যাচ্ছে না।
কয়েকজন বাস কর্মী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঝুঁকি নিয়েও বাস ছাড়তে আমরা প্রস্তুত। কিন্তু যাত্রী নেই। হাতেগোনা কয়েকজন যাত্রী ঘোরাঘুরি করছে। কিন্তু ২৫ জনের কম যাত্রী নিয়ে বাস ছাড়া যায় না।'
গাবতলীতে বাসের জন্য অপেক্ষা করছিলেন যাত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, 'রাস্তায় লোকাল বাস চলতে দেখেছি। তাই ভেবেছি দুরপাল্লার বাসও চলবে। মামলা সংক্রান্ত বিষয়ে গতকাল যশোর থেকে ঢাকা এসেছিলাম। এখন বাস পাচ্ছি না। কাউন্টারের লোকজন রাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছে।'
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে দেখা গেছে, বেশিরভাগ কাউন্টারই বন্ধ। হাতেগোনা কয়েকটি কাউন্টার খোলা পাওয়া গেছে। বাসের কর্মীরা এদিক সেদিক জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন।
সকাল ১১টার মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিএমএফ পরিবহন ও দোলা পরিবহনের ৭টি বাস ছেড়ে গেছে।
যাত্রী সংকটের কারণে কোনো বাস ছাড়তে পারছেন না বলে জানান ইউনিক পরিবহনের কাউন্টার ম্যানেজার সোহরাব হোসেন।
একই কথা বলেন হানিফ পরিবহনের ইনচার্জ মো. আলমগীর হোসেন। তিনি জানান, পর্যাপ্ত যাত্রী পেলেই তারা বাস চালাবেন।
সায়েদাবাদ বাস টার্মিনালের দোলা পরিবহনের ব্যবস্থাপক শোভন বলেন, 'আমাদের ৩টি বাস সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মোড়লগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।'
Comments