প্রাকৃতিক দুর্যোগ

ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে রেললাইনে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে রেললাইনে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে। এরপর থেকে রেল চলাচল বন্ধ রয়েছে।'

'এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে আটকা পড়েছে', বলেন জসিম উদ্দিন।

কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে, আপাতত বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

Comments