গাজীপুরে বাসে আগুন

শহীদ বরকত সরণি এলাকায় পুড়ছে বাস। ছবি: সংগৃহীত

গাজীপুরের শহীদ বরকত সরণি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার দুপুর ২টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সামাদ মিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমাদের যাওয়ার আগেই পুলিশ ও স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলেছেন।'

বাস মালিকের ভাই সাগর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ট্রিপ শেষে বাসটিকে শহীদ বরকত সরণি এলাকায় সড়কে দাঁড় করিয়ে রাখা হয়। দুপুরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।'

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক ডেইলি স্টারকে বলেন, 'বাসন থানা পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।'

Comments