নিষেধাজ্ঞা নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বিএনপি অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা আছে।
গরুর মাংস
টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শ্রম অধিকার সুরক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র কিছু তথ্য জানতে চেয়েছে। আমরা উত্তর দিচ্ছি। আলোচনা চলছে।

আজ বুধবার সন্ধ্যায় রংপুর নগরীতে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাণিজ্যসচিব এ বিষয়ে বিভিন্নভাবে কথা বলেছেন। তাদের শ্রম আইন নিয়ে যেসব চাওয়া আছে সে বিষয়ে আমরা ফলোআপ করছি।'

'সব যে চূড়ান্ত করা হয়েছে তা নয়, কিছু কিছু বিষয় প্রক্রিয়াধীন আছে। আমরা টাইম টু টাইম ফলোআপ করছি। আশা করি যা যা চাওয়া আছে তা পূরণ হবে, যোগ করেন তিনি।

বাংলাদেশ কোনো নিষেধাজ্ঞার মুখে পড়ছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী টিপু মুনশি বলেন, 'পণ্য না নেওয়া কিংবা অর্থ পরিশোধ না করার শর্ত যুক্ত করে কোনো তৈরি পোশাক মালিক বাধার মুখে পড়েননি এখনো। এ নিয়ে উদ্যোক্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।' 

রাষ্ট্রপতির শ্রম আইনের সংশোধনী সই না করে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'সংসদ শেষ ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় তিনি বিষয়টি আপাতত স্থগিত করেছেন। এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের পর নতুন সরকার এসে এর কার্যক্রম বাস্তবায়ন করবে।' 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বিএনপি অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা আছে। তবে চারদিকে মানুষের উৎসাহ দেখা যাচ্ছে। বিএনপি না এলেও তাদের অনেকেই দল ছেড়ে এসে যোগ দিয়েছেন। আশা করি উৎসবমুখর এবং প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।'

 

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

1h ago