মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে আদম তমিজী হক

ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে আদম তমিজী হককে। ছবি: স্টার

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।

আজ রোববার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, 'চিকিৎসকরা যদি বলে যে আদম তমিজী হক মানসিক ভারসাম্যহীন, তাহলে আমাদের কিছু করার নেই। তবে তিনি যদি ইচ্ছাকৃতভাবে এটা করে থাকেন, তাহলে এর পেছনে অন্য কেউ আছে কি না তা খতিয়ে দেখা হবে।'

গতকাল রাত ১০টার দিকে আদম তমিজী হককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এ ছাড়া, তার বিরুদ্ধে ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পোড়ানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিবি।

ডিবি প্রধান বলেন, 'আদম তমিজী হক সামাজিক যোগাযোগমাধ্যমে এসে নানা অসংলগ্ন কথা বলেন। তিনি সেই দেশের পাসপোর্ট পুড়িয়েছে, যেখানে তিনি বড় হয়েছে, যেখানে তার ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে তাকে উদ্ধারের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি ইউএস মেরিনকেও তাকে উদ্ধার করতে বলেন। তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন।'

'এসব কথা শুনে সন্দেহ হয়েছে যে তমিজী হক মানসিক ভারসাম্যহীন কি না। তার কিছু পারিবারিক সমস্যাও রয়েছে। এ কারণে তাকে রিহ্যাবের চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে,' যোগ করেন তিনি।

এর আগে ১৬ নভেম্বর গুলশানের ১১১ নম্বর রোডে আদম তমিজী হকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, তমিজী হককে গ্রেপ্তার করা হলে তিনি নিজের প্রাণ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

 

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

3h ago