চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে দুদকের অভিযান

‘আমরা ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পসহ বেশ কয়েকটি প্রকল্পের কিছু নথি সংগ্রহ করেছি। এসব প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে আমাদের কাছে।’
চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি ভবন। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) কার্যালয়ে অভিযান চালিয়েছে।

অভিযানের সময় দুদকের দলটি কয়েকটি বিভাগ পরিদর্শন করে এবং চট্টগ্রাম ওয়াসার চলমান বেশ কয়েকটি প্রকল্পের নথি সংগ্রহ করে।

আজ বুধবার সকাল ১১টার দিকে এই অভিযানের নেতৃত্ব দেন দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম।

দ্য ডেইলি স্টারকে ফখরুল ইসলাম বলেন, 'আমরা ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পসহ বেশ কয়েকটি প্রকল্পের কিছু নথি সংগ্রহ করেছি। এসব প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে আমাদের কাছে।'

অভিযান শেষে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম গণমাধ্যমকে বলেন, 'তারা এসেছেন ঠিকাদার প্রতিষ্ঠান ও পরামর্শক নিয়োগ প্রক্রিয়ার তথ্য সংগ্রহ করতে। আমরা তাদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করেছি।'

দুদক উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম বলেন, 'আরও কোনো নথি প্রয়োজন হলে আমরা আবারও অভিযান চালাব।'

Comments