চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

গতকাল রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকায় বিএসএফের বিরুদ্ধে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বাড়াদি সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম জানান, নিহতরা হলেন-দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সাজেদুর রহমান (২৭) ও খাজা মইনুদ্দীন (৩০)।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনগত প্রক্রিয়া মেনে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বিষয়টি জানতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানকে একাধিকবার ফোনে কল করা হলেও তিনি ধরেননি।

Comments