বাংলাদেশ
তেজগাঁওয়ে ট্রেনে আগুন

বাকি ২ মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা হবে: ডিএমপি

'মরদেহগুলো পুড়ে যাওয়ায় বায়োমেট্রিক ব্যবস্থায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।'
ঢাকা মেডিকেল কলেজের মর্গ
ঢাকা মেডিকেল কলেজের মর্গ। ছবি: স্টার

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নিহত চার জনের মরদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, 'দুই মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো পুড়ে যাওয়ায় বায়োমেট্রিক ব্যবস্থায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তাই পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করতে হবে।'

আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে। পুলিশ, সিআইডিসহ অন্যান্য সংস্থাগুলো এ ব্যাপারে কাজ করছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। ট্রেনের একটি বগি থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)।

Comments