হবিগঞ্জ

থানা থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘অটোরিকশা চুরির মামলায় গোলাম রব্বানীকে মঙ্গলবার বিকেলে বড়বাজার থেকে গ্রেপ্তার করা হয়।'

হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ভেতর থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার নাম গোলাম রব্বানী (২৫)। তিনি বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।

আজ বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, 'অটোরিকশা চুরির মামলায় গোলাম রব্বানীকে মঙ্গলবার বিকেলে বড়বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হাজতের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

গোলাম রাব্বানীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments