হজ নিবন্ধনের সময়সীমা দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ল

হজ নিবন্ধনের সময়সীমা
ছবি: সংগৃহীত

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত।

পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগ্রহী হজযাত্রীরা ১৮ জানুয়ারি পর্যন্ত ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৯৫২ জন সরকারিভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারিভাবে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরে দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

 

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

3h ago