বনশ্রীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার: বিক্ষোভ-গাড়িতে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বনশ্রীতে গৃহকর্মীর 'অস্বাভাবিক মৃত্যু'র ঘটনায় সংঘর্ষ-আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা থানার বনশ্রী ডি ব্লক এলাকায় গৃহকর্মীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় বাসার গ্যারেজে থাকা ৩টি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

রামপুরা থানার ডিউটি অফিসার হাবিজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে বনশ্রী ডি ব্লক এলাকায় একটি ভবন থেকে গৃহকর্মী আসমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশেপাশের লোকজন, অন্যান্য বাসার গৃহকর্মী ও কর্মচারীরা বিক্ষোভ করে। তারা এ ঘটনাকে হত্যা বলে দাবি করেছেন।'

'বিক্ষোভকারীরা ওই ভবনের গ্যারেজে আগুন দিলে ৩টি প্রাইভেট কার আগুনে পুড়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয়রা পুলিশের ওপর হামলা করে। সংঘর্ষে রামপুরা থানার ওসি মশিউর রহমানসহ ৬জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।'

এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিমা খানম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।'

Comments

The Daily Star  | English

China’s great green march across the globe

The Middle Kingdom wants to control the global clean-tech sector. Can it save the planet, too?

49m ago