মাশরাফীসহ যে ৫ জন হলেন হুইপ

সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাদারীপুর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে।
মাশরাফী বিন মোর্ত্তজা, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মো. নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ মোট পাঁচ জন।

মাশরাফী ছাড়া বাকি চার জন হুইপ হচ্ছেন—দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল।

সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাদারীপুর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে। তিনি একাদশ সংসদেও চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন।

গতকাল সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন।

সংসদ সচিবালয় থেকে চিফ হুইপ ও হুইপ নিয়োগের বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
  July massacre victims

Dubious cases are an injustice to July massacre victims

Legal experts opined that there should be a judicial investigation into these cases.

8h ago