উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার বিরুদ্ধে র‍্যাবের অভিযান, অস্ত্র উদ্ধার

অভিযানের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে জব্দকৃত অস্ত্র। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাচ্ছে র‍্যাব-১৫। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও মিডিয়া) আবু সালাম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প ২০ এক্সটেনশনে আরসার অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

সম্প্রতি লাল পাহাড় ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনার পেছনে এই অপরাধীরা জড়িত বলে জানা গেছে, তিনি যোগ করেন।

অভিযানের বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

Comments