গাজায় গণহত্যা ঠেকাতে আইসিজের নির্দেশকে স্বাগত জানালো বাংলাদেশ
ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ব্যবস্থা নিতে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
এ ছাড়া, জাতিসংঘের শীর্ষ আদালতে ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাঁচ ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এসব জানান।
তিনি বলেন, 'আমরা দক্ষিণ আফ্রিকার আপিলের পরিপ্রেক্ষিতে আইসিজের আদেশকে স্বাগত জানাই। আমরা ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার মামলাকে সমর্থন করেছি।'
তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, আইসিজের এই আদেশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকলে তা প্রতিরোধে সহায়ক হবে।'
হাছান মাহমুদ বলেছেন, দক্ষিণ আফ্রিকাকে যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
Comments