চাল, চিনি, ভোজ্যতেল, খেজুরে শুল্ক ছাড়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র রমজান মাসে পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাল, চিনি, ভোজ্যতেল এবং খেজুর — এই চার পণ্যে শুল্কছাড়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

পবিত্র রমজান মাসে পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাল, চিনি, ভোজ্যতেল এবং খেজুর — এই চার পণ্যে শুল্কছাড়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব নির্দেশনা দেন সরকার প্রধান।

গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসে বাজারের পর্যাপ্ত সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক মওকুফের দাবি জানিয়েছিল। 

 

Comments