বিশ্ব ইজতেমায় আজ যৌতুকহীন শতাধিক বিয়ে

বিশ্ব ইজতেমায় আজ যৌতুকহীন শতাধিক বিয়ে
স্টার ফাইল ফটো | ছবি: রাশেদ সুমন/স্টার

বিশ্ব ইজতেমায় যৌতুকহীন শতাধিক বিয়ে পড়ানো হবে।

আজ শনিবার দুপুরে ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আসরের নামাজের পরে ১০০ এর বেশি বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি। এই যৌতুকবিহীন বিয়ে ইজতেমার একটি বিশেষ অলংকার।'

এদিকে ইজতেমায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১০ জনের মৃত্যু হলো।

মৃত ব্যক্তিরা হলেন—শেরপুরের সদর উপজেলার জুগনিবাগ গ্রামের বাসিন্দা নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের আ. কাদের (৫৫) ও নেত্রকোণা সদর উপজেলার কালিয়াঝুড়ি এলাকার বাসিন্দা হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

রায়হান বলেন, 'এর আগে বিশ্ব ইজতেমার ময়দানে নেত্রকোণার কুমারীবাজার গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা গ্রামের শাহ আলম (৬০) ও জামালপুরের পাকুল্লা গ্রামের মতিউর রহমানের (৬০) মৃত্যু হয়।

'ইজতেমায় আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) মারা গেছেন এবং বাসচাপায় একজন পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০) নিহত হয়েছেন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago