মিয়ানমারে তুমুল গোলাগুলি, সীমান্তের ঘুমধুমে মর্টার শেলের অংশ

ভয়-আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন সীমান্ত এলাকায় বসবাসকারীরা
বান্দরবানের ঘুমধুম সীমান্তে আসা মিয়ানমারের মর্টার শেলের অংশ। ছবি: সংগৃহীত

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তঘেষা মিয়ানমারে গতরাতে তুমুল গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

প্রচন্ড গোলাগুলির শব্দে কেঁপে ওঠে সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়নের ১, ২ ৩ নম্বর ওয়ার্ড। ভয়-আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন সীমান্ত এলাকায় বসবাসকারীরা।

সারারাত গোলাগুলিতে 'মর্টার শেল' এর অংশ আবারও এসে পড়েছে বাংলাদেশ অংশে।

জানা যায়, বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমার সীমান্ত অংশে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ও বর্ডার গার্ড পুলিশের মধ্যকার চলমান যুদ্ধ সারারাত ধরে চলে। গোলাগুলির বিকট শব্দে সীমান্ত এলাকার শূন্যরেখায় বসবাসকারীরা ভয়-আতঙ্কে আছেন।

নাম প্রকাশ না করার শর্তে ঘুমধুম এলাকার এক স্থানীয় বাসিন্দা ডেইলি স্টারকে জানান, সারারাত গোলাগুলির পর ভোররাতে একটি বিকট শব্দ শুনতে পেয়ে সবার মনে আতঙ্ক আরও বেড়ে যায়। সকালে কোনাপাড়া এলাকায় একটি মর্টার শেলের অংশ পাওয়া গেছে।

এসময় মিয়ানমার থেকে ১৪-১৫ জনের মতো প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে ঢোকার চেষ্টা করেন বলেও জানান তিনি।

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাতভর গোলাগুলি চলেছে ওপারে। গোলাগুলির শব্দে অনেকের মনে ভয়-আতঙ্ক তো হয়েছে। তবে যেকোনো পরিস্থিতিতে স্থানীয়দের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত আছি।

Comments