পালিয়ে আসা বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে চায় মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলা থেকে বাঁচতে গতকাল থেকে এখন পর্যন্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা প্রায় ১০০ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ও দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন যে, তারা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে।

তিনি বলেন, আকাশ কিংবা সড়ক—কোন পথে কীভাবে তাদের ফিরিয়ে নেওয়া হবে, সেটা নিয়ে এখন আলোচনা চলছে। আপনারা জানেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগে ভারতীয় ভূখণ্ডেও ঢুকেছিলেন, তাদের আকাশপথে ফেরত পাঠানো হয়েছে। আমরাও তাদের ফেরত পাঠাব।

'এখন পর্যন্ত ৯৫ জন বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। আজ সকালে হয়তো আরও কয়েকজন এসেছেন। তাদের মধ্যে কয়েকজন আহতও হয়েছেন', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

19h ago