বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

‘একটি আধুনিক ও স্মার্ট বন্দর হিসেবে এই বন্দরটি নির্মিত হচ্ছে, যেখানে জাহাজ ও কার্গো অপারেশনের সব আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে।’
বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, 'পায়রা বন্দর নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী সিদ্ধান্ত। একটি আধুনিক ও স্মার্ট বন্দর হিসেবে এই বন্দরটি নির্মিত হচ্ছে, যেখানে জাহাজ ও কার্গো অপারেশনের সব আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে।'

তিনি বলেন, 'পটুয়াখালী তথা পুরো দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক ও জীবনমানের উন্নয়নে এই বন্দর গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরের ভিত্তি প্রস্তর স্থাপনের মাত্র ১০ বছরে পায়রা বন্দর বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত হয়েছে।'

পুষ্পস্তবক অর্পনকালে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সোহরাব হোসেন, চীফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান খান, পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, পরিচালক (বোর্ড) মো. আব্বাস উদ্দীন, পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহমেদ, পরিচালক (হিসাব) মো. রাশেদুল হাসান, উপ-পরিচালক (প্রশাসন) তায়েবুর রহমান, উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান, সহকারী সচিব (সমন্বয়) মো. সাজিদুল ইসলাম সবুজ এবং অন্যান্যরা ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের অ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

Comments