মানিকগঞ্জে শুরু হচ্ছে হাজারি গুড়ের মেলা

মানিকগঞ্জে শুরু হচ্ছে হাজারি গুড় মেলা। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
মানিকগঞ্জের হাজারি গুড়। ছবি: জাহাঙ্গীর শাহ/ স্টার

মানিকগঞ্জে শুরু হচ্ছে হাজারি গুড় মেলা। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

মানিকগঞ্জের হাজারি গুড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং এর স্বাদ দেশব্যাপী ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, 'মানিকগঞ্জের রয়েছে শত বছরের লোক-সাংস্কৃতিক ঐতিহ্য। এর সঙ্গে আছে ঐতিহ্যবাহী হাজারি গুড়। এই দুটিকে মিলিয়ে জেলার ব্র্যান্ডিং করা হয়েছে 'লোক সংগীত আর হাজারি গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর'।

এই মেলায় ৪০টি স্টলে থাকবে হাজারি গুড়, খেজুর গাছের রস ও গুড় দিয়ে তৈরি নানা ধরনের পিঠা-পায়েস-মুড়ি-মুড়কী। আরও থাকবে খেজুর গাছের চারা, বাঁশ-বেত ও মাটির তৈরি জিনিসপত্র, বাদ্যযন্ত্র একতারা, দোতরাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিসপত্র।

বৃহস্পতিবার বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার মঞ্চে চলবে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন শুক্রবার ও সমাপনী দিন শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

 

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago