বাংলাদেশ

ঘুমধুম থেকে ১০০ বিজিপিকে টেকনাফে স্থানান্তর

বুধবার টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে প্রবেশ করা ৬৪ বিজিপি সদস্য টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছেন।
বিজিপি সদস্যদের তুমব্রু থেকে টেকনাফে পাঠানো হচ্ছে। ছবি: স্টার

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যকে টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বৃহস্পতিবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের কড়া নিরাপত্তায় সড়ক পথে সেখানে নিয়ে যাওয়া হয়।

বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল বুধবার টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে প্রবেশ করা ৬৪ বিজিপি সদস্য হ্নীলা উচ্চ বিদ্যালয়েই অবস্থান করছেন।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ৩৩০ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে তাদের মধ্যে ১০০ জনকে টেকনাফের হ্নীলাতে স্থানান্তর করা হয়েছে।' 

টেকনাফ বিজিবি ব্যাটালিয়ন-২ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, হ্নীলা উচ্চ বিদ্যালয়ে অবস্হান করা বিজিপি সদস্যদের নৌপথে মিয়ানমারে ফেরত পাঠানো হবে টেকনাফের জেটি দিয়ে। তাদের ফেরত পাঠানোর যাবতীয় প্রস্তুতি চলছে।  

 

Comments