বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ নাগরিককে ফেরত পাঠানো হবে কাল

বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজারের ইনানীতে নৌ-বাহিনীর জেটিঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 
ঘুমধুম-তুমব্রু সীমান্ত দিয়ে প্রবেশ করা বিজিপি সদস্যদের টেকনাফে পাঠানো হয়। স্টার ফাইল ফটো

আভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জনকে আগামীকাল বৃহস্পতিবার তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

আজ বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিপি সদস্যসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজারের ইনানীতে নৌ-বাহিনীর জেটিঘাটে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের জেরে চলতি মাসের শুরু থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ মিয়ানমারের নাগরিকরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করে।

প্রথমে তাদের আকাশপথে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। পরবর্তীতে তাদের সমুদ্রপথে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।    

 

Comments