তৃতীয় কোনো মুদ্রায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের আলোচনা চলছে: রুশ রাষ্ট্রদূত

তিনি বলেন, রাশিয়া তাদের নিজস্ব মুদ্রায় চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য করছে এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য এ ধরনের ব্যবস্থা চালু করা সম্ভব।
রুশ রাষ্ট্রদূত
রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, রাশিয়া ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তৃতীয় কোনো দেশের মুদ্রার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যের বিষয়ে আলোচনা করছে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে তিনি বলেন, 'রাশিয়ান রুবল বা আপনাদের (বাংলাদেশের) মুদ্রার মাধ্যমে নয়, বরং অন্য কোনো মুদ্রার মাধ্যমে বাণিজ্য পরিচালনার সম্ভাবনা আছে।' 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এতে অনেক দেশের সঙ্গে রাশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

রাষ্ট্রদূত মান্টিটস্কি বলেন, 'রাশিয়া তাদের নিজস্ব মুদ্রায় চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য করছে এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য এ ধরনের ব্যবস্থা চালু করা সম্ভব।'

ভারতে যেমন রাশিয়া কম দামে তেল-গ্যাস বিক্রি করেছে, এমনটা বাংলাদেশের সঙ্গে সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, 'এটা আলোচনার ওপর নির্ভর করবে।'

তিনি বলেন, 'রাশিয়া দেড় বছর আগে বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব দিলেও কোনো আলোচনা হয়নি। এটির সম্ভাবনা আছে, কিন্তু তা আলোচনা সাপেক্ষে হওয়া উচিত।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের বিষয়ে মন্তব্য জানতে চাইলে রুশ রাষ্ট্রদূত বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রশংসা করেন।

তিনি বলেন, 'আমরা আশা করি এটি আমাদের সম্পর্ককে প্রভাবিত করবে না। কারণ আপনাদের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ক একটি বিবৃতি দিয়েছেন।'

Comments