প্রীতি উরাংয়ের মৃত্যু তদন্তে যদি কাউকে দোষী পাওয়া যায়, ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

সংবাদ সম্মেলনে হারুন–অর–রশীদ। ছবি: সংগৃহীত

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনা তদন্তে যদি কাউকে দোষী পাওয়া যায়, তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন–অর–রশীদ।

আজ রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

হারুন–অর–রশীদ বলেন, আমরা তদন্ত করছি যে প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে। আমরা মনে করি যে আমরা আইনের মাধ্যমে সেটা বের করব। তদন্তে যদি কাউকে দোষী পাওয়া যায়, আমরা কাউকে ছাড় দেবো না।

গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মোহাম্মদপুরে দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের নবমতলার ফ্ল্যাট থেকে পড়ে মৌলভীবাজারের গৃহকর্মী প্রীতি উরাং (১৫) মারা যান।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে হেফাজতে নেয় পুলিশ।

নিহতের পরিবার বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় মামলা করলে ৭ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির করে পুলিশ।

সেদিন পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত পুলিশকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠান এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।

পরে গত ১২ ফেব্রুয়ারি পুলিশ তাদের আবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে গতকাল বিকেল ৪টার দিকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. শরিফুল ইসলাম তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago