‘বাংলাদেশে জনপ্রতিনিধিদের আইন ও আর্থিক বিধান মানতে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের আইন ও আর্থিক বিধি-বিধান মেনে চলতে যুক্তরাষ্ট্র উৎসাহিত করে।

গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে এক সাংবাদিক বলেন, বাংলাদেশে ক্ষমতাসীনদের দুর্নীতি সর্বজনবিদিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ২০০ মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে, যা দেশটির রিজার্ভের এক শতাংশের সমান। এটি অনেকগুলোর মধ্যে একটি ঘটনা মাত্র।

এরপর তিনি জানতে চান, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে এবং বিশ্বব্যাপী দুর্নীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করছে।

জবাবে মিলার বলেন, 'আমরা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে দেশের আইন ও আর্থিক বিধিবিধান মেনে চলেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি।'

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago