টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বি‌চ্ছিন্ন

টাঙ্গাইলে ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বি‌চ্ছিন্ন হয়ে গেছে।

আজ বৃহস্প‌তিবার সকাল ৭টা ৪৫ মি‌নি‌টের দি‌কে বাসাইল উপজেলা সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে।

ট্রেন বিকল হওয়ার ঘটনায় কয়েকটি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা পড়েছে।

এর আগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে সকাল সা‌ড়ে ৭টার দি‌কে ছে‌ড়ে যায়। 

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে রেল চলাচল স্বাভাবিক হবে।

Comments

The Daily Star  | English
health sector reform in Bangladesh

Health sector reform: 33 proposals set for implementation

The Health Ministry has selected 33 recommendations from the Health Sector Reform Commission as it seeks to begin implementing the much-needed reform process in the country’s health system.

16h ago