ড. ইউনূসের মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে: জাতিসংঘ

‘শান্তিপূর্ণভাবে মত প্রকাশের কারণে যাদের আটক করা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে তাদের সবার মুক্তির আহ্বান জানাই।’
স্টিফেন ডুজারিক | রয়টার্স ফাইল ছবি

বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলা হয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে?

উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশ জাতিসংঘের যে টিম রয়েছে, তারা অব্যাহতভাবে ড. ইউনূসের এই মামলা পর্যবেক্ষণ করছে। অধ্যাপক ইউনূস জাতিসংঘের ঘনিষ্ঠ বন্ধু। আমি মনে করি জাতিসংঘের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে ড. ইউনূসের কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

ব্রিফিংয়ে আরও জানতে চাওয়া হয়, ৭ জানুয়ারির 'প্রহসনমূলক' নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের ২৫ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৩ জন কারা হেফাজতে মারা গেছেন। আন্তর্জাতিক চাপের মুখে হাতেগোনা কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। আপনি কি বাকিদের মুক্তির আহ্বান জানাবেন?

স্টিফেন ডুজারিক বলেন, আমি মনে করি আমরা খুব ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছি। শান্তিপূর্ণভাবে মত প্রকাশের কারণে যাদের আটক করা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে তাদের সবার মুক্তির আহ্বান জানাই।

Comments