চাকরির প্রলোভনে ভারতে পাচার, ফিরলেন ১০ বাংলাদেশি

চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে তারা দেশে আসেন।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে বিভিন্ন মেয়াদে সাজা শেষে আখাউড়া সীমান্ত দিয়ে ফিরেছেন ১০ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে তারা দেশে আসেন।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তারা তাদেরকে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর কাছে হস্তান্তর করেন।

উদ্ধারকৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের দায়ে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন। তাদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন।

ভুক্তভোগীরা জানান, লাভজনক কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা। পরে দালালরা তাদের সেখানে ফেলে পালিয়ে যায়। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে কারাগারে পাঠায়।

আগরতলা সহকারী হাইকমিশনের সহকারী কনস্যুলার কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, ত্রিপুরার নরসিংগড় এলাকার একটি ডিটেনশন সেন্টারে এই বাংলাদেশিরা ছিলেন। বাংলাদেশ হাইকমিশন বিষয়টি জানতে পেরে তাদের নাম ঠিকানা দেশে পাঠিয়েছে। পরে দুই দেশের প্রক্রিয়া শেষে আজ তাদের ফেরত পাঠানো হয়।

Comments