চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীর লাগেজ থেকে পণ্য খোয়া যাওয়ার অভিযোগ

মোহাম্মদ আরমানের অভিযোগ, তার লাগেজ কেটে মূল্যবান পণ্য নিয়ে নেওয়া হয়েছে। 
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: স্টার ফাইল ফটো

বিদেশফেরত বিমান যাত্রীর লাগেজ থেকে মালামাল খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেড থেকে।

সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আরমান মদিনা থেকে বুকিং করা মালামাল নেওয়ার জন্য আজ সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তার দুটি লাগেজের মধ্যে একটি লাগেজ কাটা পান।

মোহাম্মদ আরমানের অভিযোগ, তার লাগেজ কেটে মূল্যবান পণ্য নিয়ে নেওয়া হয়েছে।

সৌদি প্রবাসী মোহাম্মদ আরমান মদিনা থেকে গত রোববার সকালে চট্টগ্রামে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে। মদিনা থেকে ফেরার আগেই তিনি ৬০ কেজি ওজনের দুইটি লাগেজ বিমানের কার্গোতে করে পাঠিয়ে দেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

মোহাম্মদ আরমান দ্য ডেইলি স্টারকে অভিযোগ করে বলেন, 'গত রোববার দেশে ফিরেছি বিমানের ফ্লাইটে করে। আজ সোমবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাই আগে পাঠানো লাগেজ দুটি নিতে। এ সময় কাস্টমস এবং বিমানের কমকর্তারা এই দুই লাগেজের জন্য ৩০ হাজার টাকা ডিউটি নেন চালানের মাধ্যমে। পরে লাগেজ দুটি গ্রহণ করার সময় দেখতে পাই, একটি লাগেজ কাটা হয়েছে। সেই লাগেজ থেকে ৭ কেজি ওজনের আমার মূল্যবান পণ্য খোয়া গেছে।'

অভিযোগ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড লাগেজ শাখার কমকর্তা এস এম ইকবাল ডেইলি স্টারকে বলেন, 'বিদেশফেরত যাত্রী আরমান আমাদের মৌখিকভাবে জানিয়েছেন তার লাগেজের পণ্য খোয়া গেছে। আমরা লাগেজ দুটি এভাবেই গ্রহণ করেছি।'

তিনি আরও বলেন, 'অনেক সময় লাগেজের ভেতর স্প্রে কিংবা তরল জাতীয় পণ্য বেশি থাকলে বিদেশি বিমানবন্দরে তা খুলে দেখে সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ। এসব ক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না। আরমান যদি লাগেজের বিষয়ে লিখিত অভিযোগ করেন তাহলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব।'

Comments