অবৈধ ভিওআইপি ব্যবসায় উচ্চপর্যায়ের কেউ জড়িত থাকলেও ছাড় নয়: আইসিটি প্রতিমন্ত্রী

র‌্যাবের ভিওআইপি বিরোধী চলমান অভিযান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে তৃণমূল থেকে উচ্চপর্যায়ের যেই জড়িত থাক, তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, 'অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। একটি চক্র দেশ-বিদেশে অবস্থান করে এই ব্যবসা পরিচালনা করছে। এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

আজ রোববার দুপুরে টঙ্গীর মধুমিতা রোডের অগ্রণী টাওয়ারে র‌্যাবের ভিওআইপি বিরোধী চলমান অভিযান পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করার অভিযানে কারো কোনো অবহেলা থাকলে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই অবৈধ ব্যবসা বন্ধ করতে হবে।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

14h ago