আইসিটি বিভাগ ও ‘আমি প্রবাসী’র মধ্যে সমঝোতা স্মারক

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রবাসীদের ডাটা ব্যাংক সংরক্ষণের বিষয়ে নানা উদ্যোগের কথা জানান।
ঢাকার আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান হয়। ছবি: সংগৃহীত

আইসিটি বিভাগের সঙ্গে আমি প্রবাসী লিমিটেডের সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রবাসীদের ডাটা ব্যাংক সংরক্ষণের বিষয়ে নানা উদ্যোগের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এটি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি ডাউনলোড এবং চমৎকার ব্যবহার উপযোগী অ্যাপ। আমার মতে ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ফাস্টেস্ট গ্লোইং অ্যাপ আমি প্রবাসী অ্যাপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

ইমরান আহমদ তার বক্তব্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে উভয়পক্ষের সমান দায়িত্ব ও অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রবাসীদের জন্য দ্রুত কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আর প্রবাসীদের সব সুবিধা একই প্লাটফর্ম আসতে শুরু করার অনলাইন সেবা পেতে শুরু করেছে বিদেশগামী কিংবা প্রবাসীরা।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

2h ago