সাইবার নিরাপত্তা আইনে মাত্র ৪টি ধারা অজামিন যোগ্য: আইসিটি প্রতিমন্ত্রী

হবিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সাইবার নিরাপত্তা আইনটি প্রণয়নের যে উদ্যোগ গ্রহণ করেছেন, এর ফলে সাংবাদিক বন্ধুদের, শিল্পী, সাহিত্যিকদের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে না।'

আজ বুধবার সকালে হবিগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ  কথা বলেন।

তিনি বলেন, 'সাইবার নিরাপত্তা আইনে মাত্র ৪টি ধারা ধারাকে অজামিন যোগ্য করা হয়েছে। হ্যাকিং, সাইবার ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি যেসব বিষয়ে রয়েছে সেই ধারাগুলোকে অজামিন যোগ্য করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য ধারাগুলো জামিন যোগ্য করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'স্থায়ী কমিটির বৈঠকে সাংবাদিক বন্ধু ও আইনমন্ত্রীকে ডেকেছিলাম। আলোচনার পরিপ্রেক্ষিতে কেউ যদি মিথ্যা মামলা করেন হয়রানির উদ্দেশ্যে, তা যদি প্রমাণিত হয়, তাহলে বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আনা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ম্যাসেজ দিতে চান, বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে চান। সেই বাংলাদেশ হবে প্রগতিশীল ও সৃজনশীল। এখানে স্বাধীন মত প্রকাশের কোনো বাধা থাকবে না, মনস্তাত্ত্বিক কোনো চাপ থাকবে না।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago