বাংলাদেশ

উত্তরের ঈদযাত্রা স্বস্তি ও আনন্দদায়ক হবে: পুলিশ

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পুলিশ সদস্যরা ঈদকে কেন্দ্র করে মহাসড়কে দায়িত্ব পালন শুরু করবেন।
সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে ঈদযাত্রার প্রস্তুতি পরিদর্শন করেন পুলিশের ঊর্ব্ধতন কর্মকর্তারা। ছবি: স্টার

উত্তরাঞ্চলের জেলাগুলোতে এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে বেশি স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান।

আজ বুধবার সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়া মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন।

আনিসুর রহমান বলেন, 'ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতবারের তুলনায় এ বছর মহাসড়কে বেশি পুলিশ মোতায়েন থাকবে এবং সিনিয়র অফিসাররা সরাসরি বিষয়টি তদারকি করবেন।'

এ বছর উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের ৭০৩ জন এবং হাইওয়ে পুলিশের ১৫০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার দুপুরের পর থেকেই এই সদস্যরা দায়িত্ব পালন শুরু করবেন বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ।

ইতোমধ্যে মহাসড়কের ১৭টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে মহাসড়কে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

Comments