বেনাপোল

বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশির বিরুদ্ধে বিজিবির ‘অবৈধ অনুপ্রবেশ’ মামলা

তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ বাবু মিয়া ও ডালিম হোসেন। ছবি: সংগৃহীত

বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

গুলিবিদ্ধ বাবু মিয়া (২৫) ও ডালিম হোসেন (২৭) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল মঙ্গলবার রাতে দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ওই দুই বাংলাদেশি রাতে দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়।'

তিনি আরও জানান, গুলিবিদ্ধ দুইজন সীমান্তে আহতাবস্থায় পড়ে থাকলে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে এনে অবৈধ অনুপ্রবেশ আইনে গ্রেপ্তার দেখিয়ে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সুস্থ হলে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বিজিবি মহাপরিচালকের বেনাপোল চেকপোস্ট পরিদর্শন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ বুধবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেন। 

সকালে তিনি প্রথমে শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের কবরে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পরে তিনি সীমান্ত রাস্তা দিয়ে বেনাপোল আইসিপি ক্যাম্পে বিএসএফ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে বিজিবি মহাপরিচালক চেকপোস্টে যাত্রীদের চেকিংয়ের স্ক্যানার মেশিন পর্যবেক্ষণ করেন।

Comments