বকেয়া বেতন-বোনাসের দাবিতে ধামরাইয়ে শ্রমিক বিক্ষোভ

Dhamrai
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার ধামরাইয়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

ওডিসি ক্রাফটস প্রাইভেট লিমিটেড নামের এই কারখানাটি ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে অবস্থিত। পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল থেকে কারখানাটি বন্ধ রাখা হয়েছে। কাজে যোগ দিতে পর পর দুই দিন কারখানায় গিয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা মার্চ মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বেতন-বোনাসের দাবিতে কারখানাটির শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করলে প্রথমে বুঝিয়ে ও পরে ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

তিনি বলেন, আমরা শ্রমিক নেতা ও মালিকপক্ষসহ সবাইকে নিয়ে মিটিং করেছি। মালিকপক্ষ আগামী ৮ এপ্রিল শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল প্রামাণিক দ্য ডেইলি স্টারকে বলেন, কোনো ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ রাখায় ঝামেলা হয়েছিল। আজ শ্রমিকদের বোনাস পরিশোধের কথা। কিন্তু আজও মালিকপক্ষ কারখানা বন্ধ রেখেছিল।

এ বিষয়ে জানতে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক খানের মুঠোফোনে একাধিকবার কল করেও তার বক্তব্য জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

2h ago