শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা। ছবি: সংগৃহীত

বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা।

আজ সকাল ৮টা থেকে জেনারেশন নেক্সট পোশাক কারখানা শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর পৌনে ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল। এতে নবীগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের ও অন্য কর্মীদের চার মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করেছে। বিজিএমইএ, প্রশাসনসহ বিভিন্ন মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য একাধিকবার তারিখ দেওয়া হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি, কারখানাও খোলা হয়নি। বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

জানতে চাইলে আশুলিয়া শিল্প-পুলিশ-১ এর এসপি মো. সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিকদের বিগত কয়েক মাসের বেতন পরিশোধ না করে জেনারেশন নেক্সট কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রেখেছেন। আমরা বিজিএমইএ, কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন মাধ্যমে মালিকপক্ষের সঙ্গে বসে শ্রমিকদের বেতন পরিশোধের তাদিগ দিয়েছি। বেতন পরিশোধ না করায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

58m ago