‘ভুলে’ আলীকদমে চেকপোস্টে গোলাগুলি পুলিশের

ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

বান্দরবানের আলীকদমের ডিম পাহাড় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিচৌকিতে ভুল–বোঝাবুঝি থেকে গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অন্ধকারে একটি বালুবাহী ট্রাক দ্রুতগতিতে চেকপোস্ট পার হতে গেলে এই ভুল বোঝাবুঝি হয়।' 

এ ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হয়েছেন, তবে তিনি সুস্থ আছেন বলে জানান তিনি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে আলীকদম-থানচি সীমান্তে ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় ওই চেকপোস্টে গোলাগুলির ঘটনা ঘটে।

তবে রাত বেশি হওয়ায় তিনি ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।

শুক্রবার রাতে ডিআইজি নুরে আলম মিনা বলেন, 'ঘুটঘুটে অন্ধকারে ব্যারিকেড উপেক্ষা করে পার হওয়ার সময় সন্দেহজনক মনে হওয়ায় গুলি ছুড়েন নিরাপত্তা চৌকির সদস্যরা। অন্ধকারে তখন বিষয়টি খতিয়ে দেখা যায়নি। সকালে দেখা যায়, এটি বালুবাহী ট্রাক ছিল। চারদিকের ঘটনায় এটি ভুল বোঝাবুঝি হয়েছে। ট্রাকচালক আহত হয়েছেন এবং ভালো আছেন।'

 
 

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

15m ago