এক টানেই জালে ১৩০ মণ ইলিশ!

এক টানে সূর্য মাঝির জালে উঠে আসে ১৩০ মণ ইলিশ। ছবি: সোহরাব হোসেন/ স্টার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে এক টানে (একবার জাল টেনে) ধরা পড়েছে ১৩০ মণ ইলিশ।

সূর্য মাঝি (৫৫) নামের জেলের জালে ধরা পরা এ ইলিশ বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়।

আজ শনিবার সকালে এসব মাছ বিক্রির জন্য কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে ধরা পড়ে এ বিপুল পরিমাণ মাছ ।

গত বুধবার সূর্য মাঝি ১৭ জেলেসহ চট্টগ্রামের বাঁশখালী থেকে ট্রলার নিয়ে পটুয়াখালীর আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা। এসব ইলিশের দাম ৪০ লাখ টাকায় বিক্রি হয়।

সূর্য মাঝি বলেন, আমরা সাগরে গিয়ে প্রথম টান দেওয়ার পরই জাল ভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার মাছে ভর্তি হয়ে যাওয়ার কারণে অর্ধেক জাল সাগরে মাছসহ ফেলে চলে আসি। আজ সকালে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে প্রায় এক মাস ধরে জেলি ফিশের প্রাদুর্ভাবের কারণে জেলেরা মাছ ধরতে পারেনি। এখন জেলি ফিশের আধিক্য কিছুটা কমে যাওয়ায় জেলেরা সাগরে জাল ফেলতে পারছে এবং বেশির ভাগ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। আমরা আশা করছি বৃষ্টি শুরু  হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়বে।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago