বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ২০ কিলোমিটার যানজট

যানজটের আজ সকাল ৮টার চিত্র। ছবি: স্টার

অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে প্রায় ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দিনগত থেকে সৃষ্ট এই যানজটে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন ঈদ উপলক্ষে ঘরে ফেরা হাজারো মানুষ।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরেজমিনে সেতুর পূর্ব প্রান্ত থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত গাড়ির দীর্ঘ সাড়ি দেখা যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ সকাল ৭টায় দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার সন্ধ্যা থেকেই মহাসড়কে গাড়ির চাপ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। পরে সেতুর ওপর পর পর কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় রাত ২টা থেকে কয়েক দফায় সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতুর পূর্ব প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র সকাল পৌনে ৮টায় ডেইলি স্টারকে জানায়, পরিস্থিতি মোকাবিলায় ঢাকামুখী যানবাহন পারাপার বন্ধ রেখে সেতুর উভয় লেন দিয়ে শুধু উত্তরমুখী যানবাহন পারাপার করা হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান সকাল পৌনে ৮টায় ডেইলি স্টারকে জানান, যানজট নিরসনে কাজ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি।

সিরাগঞ্জগামী যাত্রী শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি। গাড়ি খুবই ধীর গতিতে চলছে। একটু চলছে, আবার দীর্ঘ সময় থেমে থাকছে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

6m ago