মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ ভায়রার মরদেহ উদ্ধার

আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে গোসলে নেমে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজের পর রাত পৌনে ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

টংগিবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্পেশাল অফিসার মো. শাহজাহান হোসেন বলেন, 'নিখোঁজ রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও মোহাম্মদ জুয়েলের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজুর ছেলে রামিন আরিদ (১৬) এখনো নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে।'

তিনি জানান, উদ্ধার অভিযান চলছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারা ওই উপজেলার বেসনাল এলাকায় আত্মীয় আলম মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। পরে তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামে।

এ সময় রামিন আরিদ নদীর স্রোতে ভেসে গেলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে যান এবং তারাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন।

মৃত মো. রিয়াদ আহমেদ বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ ডাবল লাইন প্রজেক্ট) ছিলেন।

Comments