বাংলাদেশ

গাজীপুরে পুকুর খননের সময় প্রাচীন মূর্তি উদ্ধার

মূর্তিটির উচ্চতা আনুমানিক ১১ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১ কেজি ১৬৩ গ্রাম।
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জের ইশ্বরপুর গ্রামে একটি পুকুর খনন করতে গিয়ে প্রাচীন মূর্তি পাওয়া গেছে।

ওই গ্রামের শেখ ফরিদ মিয়ার পুকুর খননের কাজ করার সময় মূর্তিটির খোঁজ পাওয়া যায়। এটি প্রাচীন বিষ্ণুমূর্তি বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মূর্তি পাওয়ার খবর শুনে কালীগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে। তিনি পুলিশ পাঠিয়ে মূর্তিটি উদ্ধার করেছেন।'

ফরিদ মিয়া জানান, বুধবার পুকুরটিতে খননকাজ চালানো হয়। তখন মাটি কাটার সময় কোদালে শব্দ হয়। পরে মাটির নিচে মূর্তিটি পাওয়া যায়।

মূর্তিটির উচ্চতা আনুমানিক ১১ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১ কেজি ১৬৩ গ্রাম।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম জানান, মূর্তিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে স্বর্ণকারদের খবর দিয়ে তা পরীক্ষা করা হয়েছে। এটি আদালতে পাঠানো হবে।
 

Comments