মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির আরও ৯ সদস্য বাংলাদেশে

মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির আরও ৯ সদস্য বাংলাদেশে
বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন বিজিপি সদস্য | ছবি: সংগৃহীত

রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিএসএফ) আরও অন্তত নয় সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আজ রোববার দুপুরে টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে দুই দফায় টেকনাফের খারংখালী সীমান্ত দিয়ে নয়জন বিজিপি সদস্য অস্ত্র-গুলি ও গ্রেনেডসহ বাংলাদেশে প্রবেশ করেছেন। বিজিবি তাদের অস্ত্র ও গুলি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।

মহিউদ্দিন আরও বলেন, বিজিপির দুই সদস্য আহত অবস্থায় বাংলাদেশে এসেছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ১১ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। তারা এখনো নাইক্ষ্যংছড়িতে বিজিবির হেফাজতে আছেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

আরাকান আর্মির হামলার মুখে গত ৪ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন।

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

19m ago