নাসিরনগরে সেপটিক ট্যাংক থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

কীভাবে তারা মারা গেলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন-হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মো: চুনু মিয়া (২৫) একই উপজেলার আলম মিয়া (২২) ও সম্ম্রাট মিয়া (২০)।

আজ রোববার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রামবাসীরা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

ভবন মালিক ও স্থানীয়রা জানায়, ওই তিন শ্রমিক প্রায় তিনমাস ধরে ভবনের নির্মাণকাজ করছিলেন। গতকাল তারা ঈদের ছুটিশেষে বাড়ি থেকে ফিরেছেন। আজ সকালে নির্মাণকাজে শুরু করে সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় এ ঘটনা ঘটে।

কীভাবে তারা মারা গেলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সোনাহর আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকে জমা থাকা গ্যাসে শ্বাসরোধ হয়ে তিনজন মারা যান। ঘটনার তদন্ত চলছে।

Comments