চালক-হেলপারকে মারধরের অভিযোগ, মহাখালীতে পরিবহন শ্রমিকদের ১ ঘণ্টা সড়ক অবরোধ

‘ইতোমধ্যে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন।’
ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

আলম এশিয়া নামে একটি বাসের চালক ও তার সহকারীকে মারধরের অভিযোগে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহাখালী বাস টার্মিনালের সামনে এক ঘণ্টা শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মসিউর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাতে আলম এশিয়া নামে একটি বাস মহাখালী আসার সময় আব্দুল্লাহপুর এলাকায় স্টাফদের সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি হয়। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা বাস ভাঙচুর ও স্টাফদের মারধর করেন।

'এরপর খিলক্ষেত এলাকায় এলে যাত্রীরা বাসটি প্রায় এক ঘণ্টা আটক করে রাখেন। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। আমরা তাদের আশ্বস্ত করেছি, এ ঘটনায় মামলা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপর তারা সড়ক ছেড়ে দেন,' বলেন তিনি।

মসিউর রহমান আরও বলেন, 'ইতোমধ্যে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন।'

Comments